সিটিজেন চার্টার | উপজেলা সমাজ সেবা কার্যালয় মান্দা,নওগাঁ। প্রশাসনিক কাঠামোঃ ১.কর্মকর্তা - ০১জন। ২.ফিল্ড সুপার ভাইজার - ০১জন। ৩.উচ্চমান সহকারী - ০১জন। ৪.অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক - ০১জন। ৫. ইউনিয়ন সমাজকর্মী - ০৮জন। ৬.কারিগরী প্রশিক্ষক - ০৩জন। ৭.এম,এল,এস,এস. - ০১জন। ৮.নৈশ প্রহরী - ০১জন।
আর্থ সামাজিক কার্যক্রমঃ
১.দরিদ্র ও নিমণ মধ্যবিত্ত জনসাধারনের মধ্যে ঋন কার্যক্রম পরিচালনা। ২.অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ঋন কার্যক্রম পরিচালনা ।
সেবামুলক কার্যক্রমঃ ১.মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কর্মসুচী। ২.বয়স্ক ভাতা প্রদান কর্মসুচী। ৩. অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান কর্মসুচী। ৪. অস্বচ্ছল প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি প্রদান কর্মসুচী। ৫.বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ট প্রদান। ৬.নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্টানের মধ্যে এককালিন অনুদান প্রদান। ৭.কারাবন্ধী শিশু কিশোরদের পুর্নবাসন কর্মসুচী। ৮.দুঃস্থ এতিমদের সরকারী শিশুসদনে পুর্নবাসন কর্মসুচী। ৯. স্বেচ্ছাসেবী প্রতিষ্টানের নিবন্ধন প্রদান। ১০.প্রবেশন ও জেলফেরতদের পুর্নবাসন কার্যক্রম। ১১.হাসপাতাল সমাজ সেবা কার্যক্রম। ১২.অন্ধ ও মুকবধির শিক্ষা কার্যক্রম। ১৩.শিশুমনি নিবাস(বেবিহোম)। ১৪.জনসংখ্যা কার্যক্রমে পলস্নী মাতৃকেন্দ্রের ব্যবহার। ১৫.সামাজিক কার্যক্রম। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস